আজ মালয়েশিয়ার সিনিয়র প্রতিরক্ষা মন্ত্রী Datuk Ismail Sabri বলেন, যেকোন বিদেশি অভিবাসি মালয়েশিয়া প্রবেশ এর জন্য সিমান্ত(Sempedan) খুলে দেওয়ার সিদ্বান্তো নিতে পারছে না মালয়েশিয়া সরকার।
করোনা দমনের জন্য ভিবিন্ন দেশ ভিবিন্ন দরনের করোনা ভ্যাকসিন টিকা ইতিমধ্যে নেওয়া শুরু করছে এবং আশাবাদি এই ভ্যাকসিন গ্রহন করে মালয়েশিয়া প্রবেশ করবে।কিন্তু না মালয়েশিয়া সরকার এই ভ্যাকসিন এর বেপারটা খতিয়ে দেখবে কতটুকো কার্যকর এবং ভ্যাকসিনটি #WHO এর অন্তর্ভুক্ত কিনা।
দেশটির স্বাস্ত্য অধিদ্বপ্তর বিবেচনা করে হয়তো পরে যেকোন সিদ্বান্তো নিতে পারে। পরিশেষে একটি কথা না বল্ললে ওই নয়, ছুটিতে আটকে পরা প্রবাসী বাংলাদেশিরা একটু দ্বৈর্য দারন করুন,ইতি মধ্যে অনেক দালাল ভ্যাকসিন টিকা প্রদান করে মালয়েশিয়া প্রবেশ করিয়ে দিবে বলে ভিবিন্ন পদক্ষেপ নিচ্ছে তাদের থেকে সাবদান।