বগুড়ার শেরপুরে ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘ’র্ষে চালক-হেলপারসহ ৬ জন নি’হ’ত হয়েছেন। এ সময় আ’হ’ত হয়েছেন আরও ১১ জন। রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় দু’র্ঘটনাটি ঘটে। আহ’তরা হলো— পাবনার সাঁথিয়ার ইয়াকুব হোসেন (৪২),
তার স্ত্রী সালমা (৩৪), ছেলে ইমতি ও শিশু ইমতিয়াজ (১৮ মাস) এবং বগুড়ার মিজান (৪০), ফিরোজ (৩৫), নাদিয়া আক্তার, মৌসুমী, পাভিন, লাভলী ও শিবগঞ্জের শিশু লাফিজ। জানা গেছে, এসআর পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা থেকে বগুড়ার আসার সময় ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘ’র্ষ হয়।
এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার, ট্রাকের চালক এবং বাসের তিন যাত্রী ঘটনাস্থলে নি’হ’ত হন। দু’র্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আ’হ’তদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
দু’র্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।শেরপুর ফায়ার স্টেশনের ডিউটিম্যান জুয়েল হাসান (ফায়ার ফাইটার) ছয়জন নিহ’ত ও ১১ জন আ’হ’তের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল আলম বলেন,
যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী ট্রাকের সঙ্গে সংঘ’র্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬ জন নি’হ’ত হন। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।