রাজধানীর মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সং’ঘর্ষ হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় মাতুয়াইল মেডিকেলের সামনে এই দু’র্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আ’হত হয়েছেন।
তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাতুয়াইল মেডিকেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন নেয়ার সময়.
শ্রাবণ পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী রয়েল কোচের একটি বাসের সং’ঘর্ষ হয়।এঘটনায় শ্রাবণ পরিবহনে থাকা হেলপারসহ চারজন আ’হত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রয়েল কোচের বাসটি থা’নায় নিয়ে আসা হয়েছে।