উপসাগরীয় দেশ আবর আমিরাতের দুটি বৃহত্তম শহর দুবাই ও আবুধাবিতে শুরু হচ্ছে কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইট। দু দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হতে থাকায় এই ফ্লাইট চালুর ঘোষণা দিল কাতার এয়ারওয়েজ। এর আগে কাতারে ফ্লাইট চালুর ঘোষণা দেয় আরব আমিরাতের শারজাহ ভিত্তিক এয়ার লাইন্স এয়ার আরাবিয়া।
জানা গেছে, আগামী ২৭ ও ২৮ জানুয়ারি থেকে দুবাই ও আবুধাবিতে নিয়মিত কাতার এয়ারওয়েজের ফ্লাইট চলাচল শুরু হবে। তবে আরব আমিরাতের ইত্তিহাদ এয়ারওয়েজ ও এমিরেটস কবে থেকে দোহায় ফ্লাইট চালু করবে, তা এখনো জানা যায়নি।