হিরো আলম গান গাইবার পর থেকেই দর্শকদের রোষানলে পড়েছেন। কেন আলমকে গান গাইতে হবে এমন প্রশ্ন করেছিলেন অনেকেই। ইউটিউবে ডিজলাইক ও নেগেটিভ মন্তব্যের ঝড় বয়ে গেছে।
সমালোচনার তীর উপেক্ষা করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন হিরো আলম। তবে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন যে হিরো আলম অনেক ভালো গেয়েছেন। অনেকেই আবার ব্যঙ্গর ছলেও তার গানের ভিডিও শেয়ার দিচ্ছেন।
অন্যদিকে ইউটিউবে ডিজলাইক ও নেগেটিভ মন্তব্যের ঝড় বয়ে গেলেও সেগুলোকে অনেকটাই যেন থোড়াই কেয়ার করে গেছেন তিনি। যা দেখে মনে হচ্ছে কোনো সমালোচনাই তার এই গান গাওয়া আটকাতে পারবে না।
এবার হিন্দি গান গেয়ে আজ নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন তিনি। গানের পূর্বে হিরো আলম বলেন, ‘আমি মানুষের মন রাঙাতে চাই। লোকের ভাঙা মন জোড়া লাগাতে চাই। সেই সঙ্গে একটু বিনোদনও দিতে চাই। এটাও জেনে রাখা ভালো যে, আমিতো কারও পিছলে লাগিনি। কে আমাকে নিয়ে কী ধরণের সমালোচনা করলো তা আমি কেয়ার করি না।’