৫ মাস ৪ দিনের সম্পর্ক ছিন্ন করে চলে যাচ্ছি, তামান জুরং এর এই অস্থায়ী আবাসন থেকে৷ এখানে এসেছিলাম গত ১৮ জুন ২০২০। যখন ডরমিটরিগুলোতে প্রতিদিন করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে চলছিল। আমরা অজানা আশঙ্কায় দিন পার করছিলাম।
ঠিক তখন কোম্পানি করোনার সংক্রমণ থেকে রক্ষা করার জন্য তারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে। আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে ৬ এপ্রিল ডরমিটরি থেকে হোটেলে থাকার ব্যবস্থা করে। এরপর ১৮ জুন ২০২০ হোটেল থেকে তামান জুরং এর ডায়মন্ড খ্যাত একটি সরকারি ফ্লাটে থাকার ব্যবস্থা করে।
এখানে আসার পর আমার সবকিছু বদলে যায়৷ এযেন আমার মনের মতো একটা রুম। তিন রুমের ফ্লাটে ৬ জনের থাকার ব্যবস্থা। রুমে এসে কাজের পাশাপাশি নিজের অবস্থান থেকে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী ভাইদের জন্য কাজ করতে থাকি। এই ডায়ামন্ড বিল্ডিং এ আসার কারনেই আমার লেখালেখা ও ভিডিও করার পরিমান বেড়ে যায়৷ হিসেব করে দেখলাম এখানে আসার পর ফেসবুকে প্রায় ৭০ টা লাইভ অনুষ্ঠান করেছি৷
লাইভ অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠান হলো, প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব নিয়ে লাইভ, সিঙ্গাপুরের সর্বশেষ খবর ও পরামর্শ, বিনোদনমূলক অনুষ্ঠান, সঙ্গীত প্রতিযোগিতা, স্বাস্থ্য বিষয়ক লাইভ, প্রবাসীদের সফলতার গল্প ও বিভিন্ন পরামর্শ। এছাড়াও প্রায় ১২০ সংক্ষিপ্ত ভিডিও করেছি। যা পেইজের সদস্যরা ইতিমধ্যে দেখেছেন৷
নিউজ, গল্প ও প্রবন্ধ লিখেছি ৬০০ টি৷ এতকিছু বলার কারন হলো, আজকে এই ডায়মন্ড বিল্ডিং ছেড়ে চলে যাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে হয়তো নিয়মিত লাইভ ও ভিডিও করতে পারবো না। ভিডিও ও লাইভ করার জন্য যে পরিবেশ প্রয়োজন সেখানে তা নেই৷ তবুও চেষ্টা করবো নিয়মিত আপনাদের সর্বশেষ সংবাদ জানানোর জন্য। সবসময় সকল প্রবাসী ভাইদের পাশে থাকতে চাই। সবার জন্য ভালোবাসা। ওমর ফারুকী শিপন। সিঙ্গাপুর প্রবাসী।